রাজশাহীর ‘জঙ্গি আস্তানা’সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একই পরিবারের ১২ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চার শিশু রয়েছে।
রোববার (১১ জুন) রাত ৮টার পর থেকে ওই বাড়ি নজরদারিতে রাখে পুলিশ।
বগুড়ার ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে ওই বাড়িটির আশপাশে অবস্থান নেয় পুলিশ। রাত ১২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বাড়ির মালিক রমজান আলী (৫৫) ও তার স্ত্রী আয়েশা বিবি, বড় ছেলে ইব্রাহীম ও তার স্ত্রী মর্জিনা, ছোট ছেলে ইসরাফিল আলম (২৬) ও তার স্ত্রী হারেছা খাতুন, মেয়ে হাওয়া বেগম (২০) ও তার স্বামী রবিউল (২৭)।
উদ্ধারকৃত শিশুরা হলেন,- ইব্রাহীম ও মর্জিনা দম্পতির তিন মেয়ে তামান্না (৮ বছর), তাসকিরা (৪ বছর), তানশিরা (৭ মাস) এবং রবিউল ও হাওয়া দম্পতির তিন মাসের একটি মেয়ে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা রেজাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তানোর থানার এসআই রায়হান আলী বলেন, ‘আটকের সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই বাড়িতে সুইসাইডাল ভেস্ট ও বিপুল সংখক বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।’
সি/